এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ! আলিপুরের বড় সতর্কতা!

রবিবার থেকেই নামবে পারদ! আলিপুর আবহাওয়া দফতরের বড় পূর্বাভাস— রাজ্যের পশ্চিম জেলাগুলিতে এক ধাক্কায় নামবে তাপমাত্রা। কলকাতায় কেমন হবে আবহাওয়া? জানুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
Winter

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে শুরু হতে চলেছে শীতের কড়া দোরগোড়ায় পা রাখার প্রস্তুতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই নামতে শুরু করবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় দু’ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে তাপমাত্রা। এই মৌসুমে প্রথমবার এমন হালকা ঠান্ডার ছোঁয়া আসতে চলেছে বাংলার বুকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। তবে উপকূলবর্তী অঞ্চল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ থাকবে খানিকটা মেঘলা। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দেখা গিয়েছে হালকা কুয়াশা ও ধোঁয়াশার আস্তরণ।

আলিপুরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহ থেকে ভোরবেলায় ঠান্ডার আমেজ আরও কিছুটা বাড়বে। যদিও এবারও বড় কোনও পারদপতনের সম্ভাবনা নেই, তবে সকালের বাতাসে পাওয়া যাবে আসল শীতের হালকা ছোঁয়া।

কলকাতা ও আশপাশের অঞ্চলে রাতের তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা প্রবল। ফলে রাতের দিকে হালকা গরম পোশাক বের করার সময় এসে গিয়েছে বলে মনে করছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সোমবার থেকে সারা রাজ্যেই থাকবে শুষ্ক আবহাওয়া। কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে গোটা সপ্তাহ জুড়ে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপমাত্রা দ্রুত নামতে পারে বলে ধারণা।

Winter

উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ছবি। আবহবিদদের অনুমান, রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দু’ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনাও বাড়ছে।

এই সময়টাতেই ধীরে ধীরে শীতের আগমন টের পেতে শুরু করবেন সাধারণ মানুষ। সকালের কুয়াশা, হালকা ঠান্ডা হাওয়া আর রাতের শিরশিরে অনুভূতি — এই তিন মিলিয়ে ফের জেগে উঠবে বাংলার শীতের আমেজ।