নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দিনের দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে যেমন প্রচুর জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে, তেমনই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে শুষ্ক গরম। এই গরমে খানিকটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে পারে বৃষ্টি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির প্রভাবে সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে এবং সেখানে বৃষ্টিও শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আবহাওয়াবিদদের মতে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতি অনুকূল হবে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে রাজ্যে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ জুন শনিবার নাগাদ মৌসুমী বায়ু মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরও বিস্তার লাভ করবে। এর ফলে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হতে পারে বৃষ্টি।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এই অঞ্চলে কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যান্য অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন অন্ধ্রপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরলে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।