পেট্রোল না জল! তুলকালাম

এ কী কান্ড পেট্রোল পাম্পে! জল না পেট্রোল! চলতে চলতে থেমে গেল গাড়ি।ক্ষুব্ধ ক্রেতারা। দুর্গাপুরের পেট্রোল পাম্পে ঝামেলা। নেপথ্যে কোন রহস্য? চড়ছে পারদ।

author-image
Pallabi Sanyal
New Update
111

হরি ঘোষ, দুর্গাপুর : পেট্রোল পাম্পে বাইকে তেল ভরাতে এসে বিপত্তি ৷ শনিবার দুপুরে ভগৎ সিং লাগোয়া ভারত পেট্রোলিয়ামে একটি পেট্রোল পাম্পে তেল ভরাতে আসেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দাস। পেট্রোলপাম্প থেকে তেল নিয়ে বের হতেই গাড়ি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ৷   এরপরে স্থানীয় একটি গ্যারেজে গাড়ি নিয়ে গেলে তেলে জল আছে বলে জানায়। এরপরই পাম্পে এসে গাড়ির তেল বার করতেই দেখে পেট্রোলের রং পরিবর্তিত এবং তেলের মধ্যে জল রয়েছে। এরপরই পেট্রোল পাম্পের কর্মীদের সাথে বচসায় জড়ায় বাইক আরোহী।  ঘটনাস্থলে আছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।যদিও পাম্প কর্মী শিল্পী দাসের দাবি, এখন নতুন যে ধরনের পেট্রোল আসছে তার রং এমনিই, হয়তো বাইক আরোহীর বাইকে জল ছিল। তবুও অশান্তি এড়াতে টাকা ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। দিন কয়েক আগে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে এমন ঘটনা ঘটে। নিত্য দিনের সাথী বাইকে তেল ভরাতে গিয়ে এখন সংশয় রয়েছে শহরের বাইক আরোহীরা।