বসিরহাট সীমান্তে নতুন অভিযান! শিশু ও মানব পাচার রোধে মহিলা কমিশনের বড় সতর্কতা বার্তা

মহিলা কমিশনের তরফে শিশু ও মানব পাচার রোধে সতর্কবার্তা দেওয়া হল।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-22 at 2.41.25 PM

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রামে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের উদ্যোগে শিশু ও মানব পাচার রোধে বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় চৈতালির লাহেরি, পঞ্চায়েত প্রধান মেহেরুননেসা বিবি, পঞ্চায়েতের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ শারিফুল মন্ডলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্কুলছাত্রীদের সঙ্গে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে বাল্যবিবাহ, শিশু ও নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। এরপর ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে গ্রামের মানুষদের সঙ্গে সরাসরি আলোচনা করে কমিশনের প্রতিনিধিরা তাদের সতর্ক করেছেন।

child abuse q

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ এবং মানবপাচারের ঘটনা প্রায় প্রতিদিনের সমস্যা। এই ধরনের সচেতনতা উদ্যোগ বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে পাচারের ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে। মহিলা কমিশনের প্রতিনিধিরা হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডি দিয়ে জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করা যাবে।

কর্মসূচিতে অংশ নেওয়া মহিলাদের সঙ্গে কথা বলেও সচেতনতা বাড়ানো হয়, যাদের মধ্যে কেউ কখনো ভালোবাসার টানে, কেউ প্রলোভন বা চাকরির টোপে ভিনরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় মানব পাচারের বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া হয়েছে।