/anm-bengali/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-44-pm-2025-07-19-15-40-30.png)
নিজস্ব সংবাদদাতা: 'কিউআর' কোড স্ক্যান করলেই ফুটে উঠবে গাছের নাম। মুখ্যমন্ত্রীর স্বপ্নের শ্রাবণ্যে এমনই নয়া উদ্যোগ নিল প্রশাসন। অনেকে বাগানে ঢুকে গাছ দেখেন কিন্তু বুঝতে পারেন না কোন গাছের কি নাম। অনেক পড়ুয়ারাও বাগান দেখতে এসে সমস্যার মুখে পড়ে। এবার আর গাছের নাম জানতে মাথায় হাত দিতে হবে না। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে কোন কোন গাছ রয়েছে বাগানে। বন মহোৎসব উৎসবে দুর্গাপুরের শ্রাবণ্যে নেওয়া হল এমনই উদ্যোগ। কিউআর কোড স্ক্যান করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, পণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের ডিএফও অনুপন খান, বীরভূমের ডিএএফও, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ। মন্ত্রী বলেন,"রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে বন মহোৎসব কর্মসূচি। এখানেও বহু গাছ রয়েছে। সেই গাছগুলি যাতে মানুষ সহজেই চিনতে পারে সেজন্য কিউআর কোডের মাধ্যমে স্ক্যানের ব্যবস্থা করা হয়েছে।"
/anm-bengali/media/post_attachments/e6230a5a-df9.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us