রাস্তার মাঝে মুখোমুখি সিপিএম-তৃণমূলের শ্রমিক সংগঠন! হাতাহাতি ঠেকাতে ছুটে এল পুলিশ

তুফানগঞ্জে বনধের মধ্যের সিপিএম-তৃণমূলের শ্রমিক সংগঠনের মুখোমুখি সংঘর্ষ।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1


নিজস্ব সংবাদদাতা: তুফানগঞ্জে মঙ্গলবার সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে সিটুর ডাকা মিছিল ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা। সিপিএমের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই আচমকা সেই মিছিলের পেছনে ছুটে আসেন INTTUC-র একদল সদস্য।

হঠাৎ মুখোমুখি হয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাতাহাতির সম্ভাবনা তৈরি হয়। সেই মুহূর্তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজনা প্রশমিত করতে সক্রিয় হয় তারা এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।

citu

সিটুর অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে বানচাল করতেই শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই অশান্তি তৈরি করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার পর। সাধারণ মানুষ আতঙ্কে পড়ে যান। অনেকে দোকানপাট বন্ধ করে দেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।