“সোনার বাংলা সোনার থাকুক, আমরা ওড়িশা চলে যাব”, মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েও হতাশা ব্যক্ত নির্যাতিতার বাবার

মেয়েকে নিয়ে ফিরে যাবেন ওড়িশায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dgp  gangrape

File Picture

নিজস্ব সংবাদদাতা: “আমার মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, সোনার বাংলা সোনার থাকুক, আমরা ওড়িশা ফিরে যাব”। বেদনায় ভরা গলায় এই কথাই জানালেন দুর্গাপুরে গণধর্ষণের শিকার মেডিক্যাল ছাত্রীর বাবা। মেয়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে আর থাকতে চান না, মেয়েকে নিয়ে ফিরে যাবেন ওড়িশায়।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, “আমি চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক। আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আমরা খুব কষ্টে আছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, দোষীদের কঠোরতম শাস্তি দিন। সোনার বাংলা সোনার থাকুক, কিন্তু আমরা চলে যাব ওড়িশায়। আমার মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে”।

তিনি আরও বলেন, “এখানে সরকারি সুরক্ষা নেই। এখানে তো ঔরঙ্গজেব শাসন চলছে। আমার ওড়িশা খুব ভালো। এখন বুঝতে পারছি পার্থক্যটা কোথায় - পশ্চিমবঙ্গ আর ওড়িশার মধ্যে কী ফারাক”।

Rape

বাবার দাবি, তিনি আগেই প্রশাসনের কাছে জানিয়েছিলেন, তাঁর মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান। কারণ মেয়ের মানসিক অবস্থা ভীষণ খারাপ, এবং পশ্চিমবঙ্গে তিনি নিরাপদ মনে করছেন না।

তিনি এদিন আবারও সিবিআই তদন্তের দাবি জানান। তাঁর কথায়, “আমি কালও বলেছি, আজও বলছি — সিবিআই তদন্ত হলে হয়তো কিছুটা ভালো হবে। তবে সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। মমতা দিদি আমার মায়ের মতো, যদি কোনও ভুল কথা বলে থাকি, ছেলের মতো ক্ষমা করে দেবেন। কিন্তু আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ”।

নির্যাতিতার বাবার এই হৃদয়বিদারক বক্তব্যে আবারও নতুন করে প্রশ্ন উঠেছে দুর্গাপুরে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার তদন্ত ও রাজ্যের প্রশাসনিক ভূমিকা কতটা নিরপেক্ষ ও কার্যকরী?