/anm-bengali/media/media_files/2025/07/02/nnnbb-2025-07-02-11-36-26.jpeg)
নিজস্ব সংবাদদাতা: হায়দরাবাদের সাঙ্গারেড্ডি জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নেমে এসেছে শোকের ছায়া। ওই কারখানায় কর্মরত ছিলেন দাসপুর থানার হরিরাজপুর গ্রামের একই পাড়ার চারজন শ্রমিক। তাঁদের মধ্যে দুই শ্রমিক এখনো নিখোঁজ, একজন আশঙ্কাজনক অবস্থায় হায়দরাবাদের হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন।
নিখোঁজ দুই শ্রমিক হলেন অসীম টুডু (৩৮) ও শ্যামসুন্দর টুডু (২৭)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্যামসুন্দরের বাবা তারাপদ টুডু (৫৫)। ওই কারখানার আরও এক কর্মী রাজীব টুডু (২৭) বিস্ফোরণের সময় কাজে না থাকায় অক্ষত রয়েছেন এবং বর্তমানে গ্রামেই অবস্থান করছেন। তাঁর কাছ থেকেই পরিবারের সদস্যরা দুর্ঘটনার বিস্তারিত খবর পান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/hyderabad-blast-2025-07-02-11-22-35.jpg)
নিখোঁজ শ্রমিক শ্যামসুন্দরের মা চম্পা টুডু এবং অসীম টুডুর স্ত্রী জয়শ্রী টুডু কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, বিস্ফোরণের পর থেকে তাঁদের স্বামী-ছেলের খোঁজ মিলছে না। প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিস্ফোরণের ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দাসপুর ১ নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস ঘটনাস্থল হরিরাজপুর গ্রামে গিয়ে নিখোঁজ ও আহত শ্রমিকদের পরিবারগুলোর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং নিখোঁজদের খোঁজে সক্রিয় তৎপরতা শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us