মাটির দেওয়াল ধসে মৃত মা ও দুই কিশোরী কন্যা, মন্দিরবাজারে শোকের ছায়া

মাটির দেওয়ল ধসে দুই কিশোরী কন্যা ও তাদের মায়ের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের আঁচনা গ্রাম পঞ্চায়েতে মাটির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে এক মা ও তাঁর দুই কিশোরী কন্যার। মৃতদের নাম: বৃহস্পতি কর্মকার (৪৫), শীলা কর্মকার (১৫) ও প্রিয়া কর্মকার (১০)। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতি কর্মকার বিধবা ছিলেন। ৬-৭ বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি পরিচারিকার কাজ করতেন এবং দুই কিশোরী কন্যাকে নিয়ে সংসার চালাতেন। তাঁদের মাটির বাড়ির অবস্থা ছিল খুবই শোচনীয়। দরজা প্রায় ছিল না বললেই চলে। এরকম বাড়িতে তারা প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন।

পরিবারটি দীর্ঘদিন ধরে আবাস যোজনার তালিকাভুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছিল। প্রথমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, পরে তাঁকে বাংলা আবাস যোজনার আওতায় রাখা হয়। প্রথম কিস্তির টাকা এসেছিল, যার সাহায্যে বৃহস্পতি বাড়িতে ইটের দেওয়াল তুলেছিলেন। পাশেই একটি কামরার ঘর তৈরি হচ্ছিল। দ্বিতীয় কিস্তির টাকা ৩০ আগস্ট এসেছে, কিন্তু তা এখনও ব্যাঙ্ক থেকে তোলা হয়নি।

dead

অতএব, সেই সাহায্যের আগেই মাটির দেওয়াল ধসে তিনজনের প্রাণ শেষ হয়ে গেছে। গত ১৩ আগস্টও জলপাইগুড়ির রাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছিল। মন্দিরবাজারের এই ঘটনা আবারও জীবনের ঝুঁকি নিয়ে থাকা দরিদ্র পরিবারের বাস্তবতা সামনে এনেছে।