ওভারটেক করতে গিয়ে বাসের তলায় বাইক, সঙ্কটজনক দুই আরোহী
ওয়ারটেক করতে গেলে বাসের তলায় চাপা পড়ে একটি বাইক। বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা সঙ্কটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা: বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই বাইক আরোহী। সোনাকনিয়া থেকে ঝাড়গ্রাম ফেরার পথে লোধাশুলি এলাকার গাডরোর কাছে পাঁচ নম্বর রাজ্য সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের তলায় চাপা পড়ে মোটরবাইক। ঘটনায় গুরুতর জখম দুইজনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজন। এলাকায় উত্তেজনা। যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ।