/anm-bengali/media/media_files/2025/08/10/cover-3-2025-08-10-16-14-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায় এক চরম দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় এবং আরও তিন জন আহত হন। শনিবার বিকেল পাঁচটার দিকে নাড়াজোল থেকে কেশপুরের দিকে আসার সময় মহিষদা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে থাকা ইটের স্তূপে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিলেন।
স্থানীয় মহিলা নাসেরা বেবি জানান, তিনি দোকান খুলতে এসে হঠাৎ দেখতে পান দ্রুতগতিতে একটি গাড়ি কেশপুরের দিকে আসছে। খুব কম সময়ে গাড়িটি ইটের স্তূপে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে আহতদের সাহায্যের চেষ্টা করেন। তিনি নিজেও জল নিয়ে আসেন আহতদের সেবা করার জন্য। দুঃখজনকভাবে, ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এবং আহত সবাই মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সবাই কেশপুর থানার কলাগ্রাম এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বাড়িয়ে দিয়েছে নিরাপত্তার প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us