দেবীর অলঙ্কার নিয়ে উধাও! প্যান্ডেলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররাই আসামি

দেবী দুর্গার সোনার অলঙ্কার চুরির অভিযোগে গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার।

author-image
Tamalika Chakraborty
New Update
durga

নিজস্ব সংবাদদাতা: মালদার গাজোলের একলাখি গান্ধীমোড় সর্বজনীন দুর্গোৎসবে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরি। পূজা শেষ হওয়ার আগেই প্রতিমার গায়ে থাকা সোনার অলঙ্কার উধাও হয়ে যায়। আর সেই চুরির নেপথ্যে জড়িত ছিল এলাকারই দুই সিভিক ভলান্টিয়ার, যারা পুলিশের সহযোগী হিসেবে প্যান্ডেলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

প্রথমে ক্লাবের কর্তাদের নজরে আসে যে, মা দুর্গার গায়ে কিছু গয়না নেই। প্রতিমার সামনে রাখা একটি ছোটো পুঁটলিও হারিয়ে গিয়েছে, যেখানে আরও কিছু অলঙ্কার রাখা ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কীভাবে এত নিরাপত্তার মধ্যেও গয়না গায়েব হল?

এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে স্পষ্ট দেখা যায়, গাজোল থানার দুই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মন্ডল ও গৌড় মন্ডল, এবং স্থানীয় যুবক অধির মন্ডল প্রতিমার গয়না চুরি করছে। অভিযোগ দায়ের হওয়ার পরই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।

arrested a

চুরি যাওয়া সোনার গয়না কোথায় লুকোনো হয়েছে তা জানতে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, ওই দুই সিভিক ভলান্টিয়ার গাজোল থানাতেই কর্মরত ছিলেন। ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েই।

উল্লেখ্য, এর কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার রাজু গ্রামে বড়াল পরিবারের দুর্গামন্দিরে ঘটে আরেক দুঃসাহসিক চুরি। সেখানে তালা ভেঙে প্রায় ৬ ভরি সোনা ও কিছু রূপোর অলঙ্কার নিয়ে চোরেরা পালায়। মন্দির ভাঙচুর করে যায় তারা। প্রায় ৪৮৩ বছরের পুরনো এই দুর্গোৎসব প্রতি বছর পালা করে আয়োজন করে পরিবারটি।

একটার পর একটা চুরির ঘটনায় প্রশ্ন উঠছে—দুর্গাপুজোয় প্যান্ডেল ও মন্দিরের নিরাপত্তা কি যথেষ্ট?