নেপালের হোটেলে বন্দি অবস্থা, সোশ্যাল মিডিয়ায় আরজির পর উদ্ধার বর্ধমানের দুই বাসিন্দা

চোখের চিকিৎসা করাতে গিয়ে নেপালে আটকে পড়েন বর্ধমানের দুই বাসিন্দা।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal army

নিজস্ব সংবাদদাতা: চোখের চিকিৎসার জন্য নেপাল গিয়েছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সৈয়দ আরজাদ হোসেন ও তাঁর মেয়ে। ৮ সেপ্টেম্বর তাঁরা বর্ধমান থেকে কাঠমান্ডু যান। পরদিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডাক্তার দেখান। কিন্তু সেই সময়েই প্রতিবেশী দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ করেই রাস্তাঘাট থমথমে হয়ে যায়, সেনার নজরদারি শুরু হয়। আতঙ্কে হোটেলেই আটকে পড়তে বাধ্য হন আরজাদ ও তাঁর মেয়ে।

nepal protest ab

অবস্থা বেগতিক বুঝে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি জানান আরজাদ। নিজের ও মেয়ের অবস্থান জানিয়ে দ্রুত দেশে ফেরানোর অনুরোধ করেন তিনি। খবর পৌঁছয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় ভারতীয় সেনার সঙ্গে।

অবশেষে সেনার তৎপরতায় এবং দার্জিলিং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ সকালেই নিরাপদে দেশে ফিরেছেন আরজাদ ও তাঁর মেয়ে। দীর্ঘ টেনশন ও উৎকণ্ঠার পর স্বস্তির নিশ্বাস ফেলেছে তাঁদের পরিবার।