বিজেপির দুই প্রার্থীকে হুমকি, মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

পঞ্চায়েত ভোটকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তাপ উত্তাপ।

author-image
SWETA MITRA
New Update
COVER panchayat.jpg


হরি ঘোষ, দুর্গাপুরঃ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিজেপি (BJP) মনোনীত দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এদিকে এই ঘটনার প্রতিবাদে পথে নামলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া এলাকার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থী সন্তোষ গুঁই ও টুম্পা সেনকে হুমকি দেয় তৃণমূলের প্রার্থীরা বলে অভিযোগ। মারধর করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থীরা। এই ঘটনার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ তুলে কাঁটাবেড়িয়া এলাকায় বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি সাফ জানিয়ে দেন, যারা তাদের প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে থানা ঘেরাও করে আন্দোলনে নামবেন। এদিকে এলাকা জুড়ে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।