লরির ধাক্কা বাইকে, রাস্তাতেই শেষ প্রাণ!

ঘটনায় গুরুতর জখম হন কাজলী দেবী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-26 at 17.17.16

File Picture

হরি ঘোষ, অন্ডাল: বালি বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হল এক আশা কর্মীর।‌ মৃতের নাম কাজলী সাধু (৪২)।  ঘটনাটি ঘটে শনিবার অন্ডালের বক্তারনগর গেট সংলগ্ন এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, মৃত কাজলী সাধু মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার বাসিন্দা। আশা কর্মীর কাজ করতেন তিনি। 

এদিন সকালে তিনি কাজে যান। কাজ শেষে তিনি স্বামীর সাথে বাইকে করে ফিরছিলেন বাড়ি। বক্তারনগর গেটের কাছে বালির গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনায় গুরুতর জখম হন কাজলী দেবী। পরে তাঁর মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জীবিত ছিলেন কাজলী দেবী। প্রায় দেড় ঘণ্টা পর ছটফট করতে করতে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।