New Update
/anm-bengali/media/media_files/2025/03/23/1000174665-731163.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিপুল ভোটে ফের জয় তৃণমূলের। বিধানসভা ও লোকসভা নির্বাচনের মত এবার কো-অপারেটিভ নির্বাচনেও মেদিনীপুরে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমস্ত আসনে জয়ী হলো তৃণমূল। রবিবার মেদিনীপুর শহরে পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে ৫১ টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। দুপুর দুটো পর্যন্ত এই ভোটের পর ফলাফল সেখানেই ঘোষণা হয়ে যায়। মাত্র চারটি আসনে বামেরা প্রার্থী দিলেও ভোটের কিছুক্ষণ আগে ভোটে লড়াই থেকে তারা সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তাদের দাবি-"সবাই মনোনয়ন দিতে পারেনি, তাই ভোট বয়কট করলাম"। তবে ভোটের পরেই তৃণমূলের জয় ঘোষণা হতেই সবুজ আবীর ঝড় শুরু হয়ে যায়
/anm-bengali/media/media_files/2025/03/23/1000174641-456793.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us