New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার`ভাঙড়ে খুন হন চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খান। তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এই খুনে এবার পুলিশ গ্রেফতার করল দলেরই এক নেতা এবং রাজ্জাক ঘনিষ্ঠ মোফাজ্জাল মোল্লাকে।
/anm-bengali/media/post_attachments/sites/default/files/2021/02/16/141837-policeians-918827.jpg)
পুলিশ মনে করছে মোফাজ্জাল মোল্লাই এই খুনের মাস্টার মাইন্ড। এলাকা দখল ও আর্থিক লেনদেনের বিবাদে খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। আরও তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us