/anm-bengali/media/media_files/2024/10/21/q5NqNUbn8AUW9yQRJKlF.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেন। যেখানে বোলপুরের আইসি লিটন দাসকে তৃণমূলের এক প্রভাবশালী নেতা কদর্য ভাষায় আক্রমণ করেন। সুকান্ত মজুমদার বলেন, "এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাস'রা সযত্নে সুরক্ষিত রয়েছে!
“বীরভূমের ছাল ছাড়ানো বাঘ”, যার কিনা মাঝে মধ্যেই ব্রেইনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় - তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন!
আর এই কথপোকথন প্রকাশ্যে আসার পর প্রশাসনে কি প্রভাব পড়বে? বড় জোর ৪৮ ঘন্টার মধ্যেই হয় ওই আধিকারিককে ক্লোজ করা হবে, নাহলে সুন্দরবনে বদলি!
আমি চাই, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যে ডিজিপি রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ নিজে সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা!"
এরপরেই রাজ্যস্তরে আলোড়ন পড়ে যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী চার ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাস'রা সযত্নে সুরক্ষিত রয়েছে!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 29, 2025
“বীরভূমের ছাল ছাড়ানো বাঘ”, যার কিনা মাঝে মধ্যেই ব্রেইনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় - তিনি একজন… pic.twitter.com/GOoXBGgt3o