New Update
/anm-bengali/media/media_files/WosGQDkyWC7eJ7jg46Ed.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরের ৫৪ ফুটের বাসিন্দা শিখা ইন্দ্রা নামে এক ভদ্রমহিলা বাসে করে দমদম থেকে ফিরছিলেন দুর্গাপুর। এসবিএসটিসি'র ওই বাসে হঠাৎই বাসের মধ্যে থেকে তার একটি ব্যাগ ছিনতাই হয়ে যায়। দুর্গাপুর সিটি সেন্টারে বাসটি পৌঁছালে দুর্গাপুর ডিএমসি মোড়ে ট্রাফিক পুলিশদের তিনি ঘটনাটা জানান, ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে বাসের মধ্যে তল্লাশি চালিয়ে ছিনতাই বাজকে ধরে ফেলে। ওই ভদ্র মহিলার চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়। দুর্গাপুরে ট্রাফিক পুলিশ ওই ছিনতাইবাজকে সিটি সেন্টার ফাঁড়ির হাতে তুলে দেয়। ব্যাগে ছিলো কয়েকশো টাকা ও একটি এটিএম কার্ড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us