New Update
/anm-bengali/media/media_files/2025/06/12/2vsUFfvd1fj5jehK5pnE.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গভীর রাতে টোটোর ব্যাটারি চুরি। আলো ফুটতেই শোরগোল দুর্গাপুরের ৪ নং ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশও।
/anm-bengali/media/post_attachments/2d195502-615.png)
কিরণ পাশওয়ান নামের মহিলার অভিযোগ, "বুধবার গভীর রাতে বেশ কয়েকজন আমাদের বাড়ির সামনে বাইক নিয়ে আসে। তারপর বাড়ির বাইরের ছিটকিনি লাগিয়ে দেওয়া হয়। তারপরেই টোটোর ব্যাটারি চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনার সাথে স্থানীয় বেশ কয়েকজন জড়িত। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us