নিজস্ব সংবাদদাতা: কেমন যাবে আপনার দিন? কার কাছে আসবে সাফল্য কার অপেক্ষায় রয়েছে বিপদ দিন শুরু করুন রাশি ফল জেনে। চলুন জেনেনি আজকের রাশিফল।
মেষ: আজ নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লাক, কেরিয়ার আর টাকার ক্ষেত্রে মিশ্র ফল মিলবে।
বৃষ: আর্থিক দিক থেকে স্বস্তিদায়ক দিন। পরিবারে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। প্রেমে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে।
মিথুন: আজ নিজের উপর ভরসা রাখুন। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ মিলবে। প্রেমে অভিমান কাটিয়ে মধুর সময় কাটবে।
কর্কট: অফিসে সহকর্মীর সহযোগিতা পাবেন। মানসিক চাপ কমবে। পরিবারের সঙ্গে কাটানো সময় শান্তি দেবে।
সিংহ: আজ নিজের গরিমায় দিনটা ভালো যাবে না। অহংবোধে সমস্যা হতে পারে। প্রেমের বিষয়ে বিতর্ক এড়িয়ে চলুন।
কন্যা: ছোটখাটো শারীরিক অসুবিধা থাকলেও কাজের গতিতে প্রভাব পড়বে না। অর্থ লগ্নি না করাই ভালো। প্রেমে কিছুটা দ্বিধা।