তৃণমূল কর্মীর উপর হামলা ছিল পূর্বপরিকল্পিত? খুনের পেছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? জানলে চমকে উঠবেন!

মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে খুন।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা:  মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধের রাস্তা ধরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ। সেই সময় ওত পেতে থাকা দুষ্কৃতীরা হঠাৎ বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তাঁকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ষষ্ঠী ঘোষ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, এটি পূর্ব পরিকল্পিত খুন। তাঁদের দাবি, এর আগেও ষষ্ঠী ঘোষের ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। অন্তত ৩-৪ বার তাঁকে হত্যার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ। প্রশ্ন উঠছে, কেন বারবার হামলা ষষ্ঠী ঘোষের ওপর? এটি কি নিছকই ব্যক্তিগত শত্রুতার জেরে, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য?

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। শাসক দলের কর্মী খুন হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়েও।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।