হাওড়ার পর এবার মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, ছুরি দিয়ে কোপ, হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো গেল না!

বহরমপুরে গভীর রাতে বাড়ির পাশেই ছুরিকাঘাতে খুন তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead


নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে হাড়হিম করা খুনের ঘটনা ঘটল বহরমপুরে। বাড়ির পাশেই নৃশংসভাবে খুন করা হল তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখকে। তাঁর বয়স ছিল ৪৮ বছর। এলাকায় তিনি একজন পরিচিত ও সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে হরিহরপাড়া সংলগ্ন কুমরাদহ ঘাট এলাকায় নিজের বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন হায়াতুল্লাহ। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। পরপর ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁর পেটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালএ নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই খুনের ঘটনার পরেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি এই খুনের অভিযোগ তোলা হয়েছে। নিহত হায়াতুল্লাহ শেখ বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের শ্যালক বলেও জানা গিয়েছে। আইজুদ্দিন মণ্ডলের দাবি, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের পিছনে রয়েছে। যদিও কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

ঘটনার পর থেকেই গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা গ্রেপ্তার হলেই স্পষ্ট হবে এটি রাজনৈতিক খুন না কি ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা।

উল্লেখ্য, সাম্প্রতিক লোকসভা নির্বাচনের পর বহরমপুরের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলেছে। দীর্ঘদিনের কংগ্রেস দুর্গ ভেঙে এখানে জয় পেয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই এই খুনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।