বাংলা রক্ষায় তৃণমূলের লড়াই, পথে নেমে বিক্ষোভ

বাংলা ভাষার সম্মান রক্ষায় দাঁতনে রাস্তায় নামল তৃণমূল।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-11 at 3.46.25 PM


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষার দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধনেশ্বরপুর পাটি অফিসে প্রতিবাদ কর্মসূচি হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা বাংলাভাষীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে এবং বাংলা ভাষাকে অপমান করার ষড়যন্ত্র করছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতা-কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন।

khuduram

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইফতেকার আলীসহ একাধিক নেতা। ধনেশ্বরপুর এলাকায় কর্মী-সমর্থকদের বিশাল সমাবেশে স্লোগান ওঠে বাংলা ভাষা রক্ষার এবং বাংলার মর্যাদা বজায় রাখার পক্ষে।