বসিরহাটে রণক্ষেত্র! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ, দাবিতে সরব কর্মীরা

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-22 at 3.12.34 PM

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের ভেতরেই ফের গোষ্ঠী সংঘাতের ছবি। নবনিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে একাংশের তৃণমূল কর্মী-সমর্থক। বুধবার সকালে বসিরহাটের টাকি রোডের দণ্ডিরহাট এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে তীব্র অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

চোখের সামনে রাস্তাজুড়ে দাউদাউ করে জ্বলছে আগুন, থমকে দাঁড়িয়েছে যান চলাচল। ঘণ্টাখানেক ধরে চলতে থাকে এই অবরোধ, যার জেরে দু’দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা আতঙ্কে রাস্তা ছেড়ে পাশের দোকানপাট বন্ধ করে দেন।

TMC Protest

বিক্ষোভকারীদের অভিযোগ, বসিরহাট এক নম্বর ব্লকের নব ঘোষিত সভাপতি শরিফুল মোল্লা ব্লকের সংগঠনের উপযুক্ত ব্যক্তি নন। তাঁদের দাবি, “দলকে শক্তিশালী করতে হলে শিক্ষিত, জনপ্রিয় এবং তৃণমূলের দীর্ঘদিনের সক্রিয় কর্মীকেই সভাপতি করা উচিত।”

বিক্ষোভে উপস্থিত এক তৃণমূল কর্মী বলেন, “আমরা দলের বিরুদ্ধে নই, কিন্তু ভুল নেতৃত্ব মানতে পারি না। যিনি সাধারণ কর্মীদের সঙ্গে মাঠে থাকেন না, তাঁকে সভাপতি করা মানে সংগঠন দুর্বল করা।”

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকার রাজনৈতিক পরিবেশে উত্তেজনা এখনও স্পষ্ট।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক কমিটি পুনর্গঠন নিয়ে তৃণমূলের অন্দরেই অস্বস্তি বেড়েছে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি পৌঁছেছে বলেও জানা গিয়েছে।