/anm-bengali/media/media_files/2025/07/24/kakdwip-murder-2025-07-24-12-59-33.jpg)
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রামতনুনগরে। ধানখেতের মধ্যে পড়ে ছিল এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। স্থানীয়রা প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
মৃত যুবকের নাম রাকিব শেখ, বয়স ২৭। তিনি মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে রামতনুনগর এলাকার একটি ধানখেতে রাকিবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সামনে যেতেই সবার চক্ষু চড়কগাছ। গোটা শরীরে একাধিক ক্ষতচিহ্ন। দেখে স্পষ্ট, এটি কোনও সাধারণ মৃত্যু নয়, বরং নির্মম খুন।
খবর পেয়ে দ্রুত ছুটে আসে হারউড কোস্টাল থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে ঘিরে রহস্য ঘনাচ্ছে। রাকিব শেখের সঙ্গে কার বা কারা শত্রুতা করত? খুনের পেছনে ব্যক্তিগত বিরোধ, না কি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র?
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
মৃতের পরিবার থেকে প্রতিবেশী, বন্ধুবান্ধব—সবার সঙ্গে কথা বলবে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রাকিব কোনও বিবাদে জড়িয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। রাস্তায় নেমে পড়েছে গ্রামবাসীরা। রাকিবের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দিতে হবে।
বর্তমানে কাকদ্বীপে চাপা উত্তেজনা। সবরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। এই খুন ঘিরে স্থানীয় রাজনীতিতেও শুরু হয়েছে চাপানউতোর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us