/anm-bengali/media/media_files/GDIH5GnO6EDdCWnQpgvM.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাজিলাপুট এ আক্রান্ত তৃণমূল নেতা আমিন সোহেল। তাঁরক গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জুনপুট কোস্টাল থানার পুলিশ। তৃণমূল নেতা আমিন সোহেল জানিয়েছেন, 'পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলা পুট গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪ কোটি টাকার "জল জীবন প্রকল্প" বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইরিগেশনের দফতরের জায়গায়, তার পরিবর্তে সেই প্রকল্প ব্যক্তিগত জায়গার ওপরে ওই প্রকল্প স্থানান্তরিত করা হয়েছে। বিডিও সাহেবের উপস্থিতিতে আলোচনা হয়েছে, এই প্রকল্পের জন্য জায়গা পরিদর্শন করা হবে। যে জায়গায় প্রকল্প হওয়ার কথা ছিল, বুধবার রাতে সেখানে বোমাবাজি হয়।' তিনি জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার সেখানে উপস্থিত হয়েছিলেন। তাঁর গাড়ির উপরে এলোপাথাড়ি ঢিল ছোঁড়া হয়। গাড়ির কাঁচ থেকে শুরু করে সবকিছু ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, জুনপুট কোষ্টাল থানার পুলিশ। তিনি অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us