জন্মদিনের পার্টিতে তৃণমূল নেতাকে ঘরের ভিতর কুপিয়ে খুন! খুনি নিজেই ঘনিষ্ঠ তৃণমূল নেতা?

জন্মদিনের পার্টিতে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন মালদায়।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: মালদহের লক্ষ্মীপুরে বন্ধুর বাড়ির জন্মদিনের পার্টি। আনন্দের পরিবেশ রাতারাতি রূপ নেয় বিভীষিকায়। অভিযোগ, সেই পার্টির মাঝেই ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে এক তৃণমূল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত নেতার নাম আবুল কালাম আজাদ। আর এই ভয়াবহ খুনের অভিযোগ উঠেছে আর এক প্রভাবশালী তৃণমূল নেতা মইনুল শেখের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ, গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ইংরেজবাজারের লক্ষ্মীপুর অঞ্চলে ঘটেছে এই রক্তাক্ত ঘটনা। আবুল কালাম আজাদ এক বিতর্কিত নাম—তাঁর বিরুদ্ধে জমি দখল, জাল সার্টিফিকেট, এবং মিথ্যে দলিল বানিয়ে জমি হাতানোর মতো একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি এক জীবিত ব্যক্তি ও তাঁর ছেলেকে 'মৃত' দেখিয়ে সাত বিঘার বেশি জমি দখলের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

অভিযুক্ত মইনুল শেখ এক সময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে তিনি কংগ্রেসের প্রার্থী হন, এবং জয়ী হওয়ার পর ফের তৃণমূলে ফিরে আসেন। জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জন্য এলাকায় তাঁকে 'অপ্রতিরোধ্য' বলেই মনে করত অনেকে। স্থানীয়রা মইনুলকে ‘জমি মাফিয়া’ বলেও অভিযোগ করেছেন।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নয় বিঘা জমি ও বড় অঙ্কের টাকা লেনদেন ঘিরেই আজাদ ও মইনুলের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। তাঁরা একসঙ্গে জমির ব্যবসা করতেন। সেই পুরনো বিবাদ থেকেই এই খুন বলে মনে করা হচ্ছে। পার্টির মাঝেই পরিকল্পনা করে আজাদকে ঘরে নিয়ে গিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী জানিয়েছেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যারা অপরাধ করেছে, তদন্ত করে শাস্তি হোক।”

প্রসঙ্গত, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খাঁকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়। রজ্জাক ছিলেন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ।

দলের অভ্যন্তরেই পরপর খুন! তৃণমূলের অন্দরে কি ক্রমেই বাড়ছে কোন্দল ও রক্তপাত? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই মৃত্যুগুলি কি শুধুই ব্যক্তিগত আক্রোশ না কি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র?