/anm-bengali/media/media_files/2025/04/26/d2syHOWsREISXwmECTVD.jpeg)
File Picture
হরি ঘোষ, দুর্গাপুর: দিঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করতে শনিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে সাইকেল যাত্রা শুরু করলেন পলাশডিহার বাসিন্দা তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ। এদিন তাঁকে সকালে দুর্গাপুরের অরবিন্দ অ্যাভিনিউ-এর জেলা তৃণমূল কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। তার যাত্রার সূচনা করেন তৃণমূলের জেলা সভাপতি তথা পান্ডেবশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন সাইকেল নিয়ে দিঘার উদ্দেশ্যে এগিয়ে যান তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ। যাত্রাপথে দেবেন সম্প্রীতির বার্তা, এমনটাই জানিয়েছেন তিনি। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন স্বপন কুমার ঘোষ। এদিন তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী এবং তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার।
/anm-bengali/media/post_attachments/35e2e421-22b.png)
স্বপন কুমার ঘোষ বলেন, “অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেখানেই আমি যোগ দেব। ২৭৫ কিলোমিটার যাত্রাপথে আমি সম্প্রীতির বার্তা দিতে দিতেই যাব। প্রায় তিন দিন সময় লাগবে পৌঁছাতে দিঘায়”।
এদিকে, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন। সেখানেই যোগ দিতে যাচ্ছেন উনি। সম্প্রীতির বার্তা দিতে দিতে তিনি পৌঁছাবেন দিঘায় জগন্নাথ মন্দিরে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us