/anm-bengali/media/media_files/L97o0nhpu4syPL510zmM.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ তদন্তকারী দল লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, রাজু ঝা (Rahu Jha) হত্যা প্রসঙ্গে জানালেন অর্জুন সিং (Arjun Singh)। ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল (TMC) নেতা অর্জুন সিং শুক্রবার দুপুরে নিহত রাজু ঝা-এর বাড়িতে আসেন। দীর্ঘ দিনের পারিবারিক সম্পর্ক, তাই তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানাতে এসেছিলেন বলে জানিয়েছেন। মিনিট কুড়ি রাজুর পরিবারের সাথে সময় কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন যে তদন্তকারী দল অর্থাৎ সিটের (SIT) প্রতি তার আস্থা আছে এবং লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে পুলিশ। প্রায় ৬ দিন অতিক্রান্ত হওয়ার পর এখনো অধরা দুষ্কৃতীরা। অর্জুন সিং-এর এদিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে। তিনি আরো বলেন যে আব্দুল লতিফ এই হত্যাকাণ্ডের অন্যতম সূত্র। তাকে ধরতে পারলেই অনেকটা স্পষ্ট হবে গোটা ঘটনা। তবে রাজু ঝা-ই যে হত্যাকারীদের মূল টার্গেট ছিল, সে বিষয়ে তিনি নিশ্চিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us