New Update
/anm-bengali/media/media_files/46tJCjr1Y6r4yvTYLC9z.jpg)
নিজস্ব সংবাদদাতা : গিরিরাজ সিংয়ের ঠুমকা মন্তব্যে বেলাগাম ভাষায় প্রতিক্রিয়া দেখালেন তৃণমূলের নেতা। গিরিরাজ সিংয়ের মন্তব্যের বিরোধিতা করে বিজেপি নেতাদের লাঠিপেটা করার নিদান দিলেন মালদার জেলা সভাপতি। আবদুর রহিম বক্সী বলেন, কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে যেভাবে তাড়াতে হয়, সেইভাবেই তাড়াতে হবে বঙ্গ বিজেপির নেতাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us