নিজস্ব সংবাদদাতা: সুবর্ণজয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা INTTUC সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলাররা।
দুর্গাপুরের বিশিষ্ট নারীদেরকে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করা হল এদিন। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের আজ শতবর্ষ। বাংলার নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী জাগরণ, নারীদের উন্নয়ন, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার বলেই মনে করেন। আজকের দিনে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা, যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমানকে, সমাজের সর্ব স্তরের যারা সেবিকা, ডক্টর, শিক্ষিকা, অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোমাটোতে স্কুটারে চেপে লোকের বাড়িতে খাবার পৌঁছে দেন, যারা টোটো চালান, সমাজের সমস্ত সর্বস্তরের মহিলাদের আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি”।