উত্তরকাশীতে টানেলের ধসে আটকে বাংলার তিন শ্রমিক, উদ্বিগ্ন পরিবার

উত্তরকাশীতে নির্মীয়মাণ একটি টানেলে ধসের জেরে ৪১ জন শ্রমিক আটকে রয়েছেন। তার মধ্যে তিন জন শ্রমিক বাংলার বলে জানা গিয়েছে। উদ্বিগ্ন শ্রমিকদের পরিবার।

New Update
uttarkashiss.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ একটি টানেলের একাংশে ধস নেমে ৪১ জন শ্রমিক আটকে পড়েছেন। প্রায় ১০ দিন তাঁরা টানেলে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে তিন জন বাঙালি রয়েছে বলে জানা গিয়েছে। এতদিন ধরে ওই শ্রমিকদের ড্রাই ফ্রুট ও জল পাঠানো হচ্ছিল। বর্তমানে বিদেশি বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলতে ওয়াকিটকির ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।