কোলিয়ারির নিরাপত্তা রক্ষীর উপর দুষ্কৃতী হামলা, গ্রেপ্তার তিন

কোলিয়ারির নিরাপত্তা রক্ষীর উপর দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী। 

author-image
Aniket
New Update
8a1223cc-b3aa-424f-b58d-36160acc8ffe

সোমনাথ মুখার্জি, অন্ডাল: ইসিএলের কেন্দ্রা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে কিছুদিন আগে অবৈধভাবে কয়লা খনন ও সংস্থার আবাসন দখল করতে শুরু করেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে খাদান বন্ধ ও আবাসন দখল রুখতে সক্রিয় ভূমিকা নেন সংশ্লিষ্ট কোলিয়ারির সিকিউরিটি অফিসার কৌশিক ভট্টাচার্য। এই আক্রোশে গত সোমবার দুষ্কৃতিদের হাতে হামলার শিকার হন তিনি।
 

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে খাবার খেতে কৌশিক বাবু এলাকায় একটি হোটেলে যান। কিছুক্ষণ পরে সেখানে হাজির হয় এলাকার কয়েকজন দুষ্কৃতি। তারা কৌশিক বাবুকে প্রথমে গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দিতে শুরু করেন। কৌশিক বাবু তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। এরই মধ্যে ওই দুষ্কৃতীরা ফোন করে তাদের আরও কয়েকজন সাগরেদদের ডেকে আনে। তারপর তারা চড় ঘুষির পাশাপাশি লাঠি, লোহার রড নিয়ে কৌশিক বাবুর উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন কৌশিক বাবু। কৌশিক বাবু বলেন, "এলাকার দুষ্কৃতীরা অবৈধ কয়লা খাদানের পাশাপাশি সংস্থার কোয়াটার জোর করে দখল করার চেষ্টা করছিল। আমি তার প্রতিবাদ করেছি। সেই আক্রোশেই দুষ্কৃতীরা হামলা চালায়"।
 
ঘটনার পর সিদুলি কোলিয়ারির এজেন্ট পিকে বর্মা এলাকার পুরুষোত্তম গোস্বামী ওরফে বোঙ্গা ও অরুণ সাউ সহ চারজন দুষ্কৃতির নামে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তৎপর অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির পুলিশ শুক্রবার বিকেল চারটে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সিদুলির মাঝিপাড়া থেকে তিন অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয় অভিযুক্ত অরুণ সাউ, পুরুষোত্তম ওরফে (বোঙ্গা গোস্বামী ), ও অক্ষয় বাদ্যকর। শনিবার দুষ্কৃতীদের আদালতের তোলা হবে বলে জানা যায়।