স্ত্রীর সঙ্গে অশান্তির জের, শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যা যুবকের

স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি ঘুরতে এসে আত্মহত্যা করলেন যুবক। স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে একটু দূরে যুবকের দেহ উদ্ধার করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
d২ editted .jpg

নিজস্ব সংবাদদাতা: শ্বশুরবাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁটাবন এলাকায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত যুবকের নাম স্বরূপ দোলই(২৫)।  জানা গিয়েছে, শুক্রবার শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে  পটাশ বনে  ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত মৃতদেহ দেখে খবর দেয় চন্দ্রকোনা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম স্বরূপ দলুই। তিনি দাসপুরের কইগেড়িয়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়ি এসেছিলেন। রাতে স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি হয়। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, অশান্তির জেরেই যুবক আত্মহত্যা করেছেন।  যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।  শ্বশুরবাড়িতে এসে যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।