New Update
/anm-bengali/media/media_files/Qgz9HYWXQJA8Uzs1TQki.jpg)
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির একটি বাড়িতে লুকানো অস্ত্রাগার রয়েছে বলে অভিযোগ। সেখানেই বিস্ফোরক নিষ্ক্রীয় করতে এনএসজি কমান্ডোররা এসেছেন। স্নিফার ডগ, রোবটও সঙ্গে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। ভেড়ির পারে বালির বস্তা জড়ো করছেন NSG-এর কমান্ডোররা। সন্দেহভাজন বাড়ি থেকে রোবট একটি ব্যাগ নিয়ে বের হয়। বাড়ি থেকে ৫০ থেকে ১০০ মিটার দূরে বিস্ফোরক নিষ্ক্রীয় করা হবে বলে অনুমান করা হচ্ছে। বিস্ফোরক নিষ্ক্রীয় করার সময় তার তীব্রতা কত হবে, তা এখনই অনুমান করা যাচ্ছে না।
/anm-bengali/media/media_files/sU4piMIdLjqfowxcyB9X.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us