জামুড়িয়ায় ফ্যাক্টরিতে চলছে আয়কর দফতরের তল্লাশি, বাইরে ট্রাকের লম্বা লাইন

জামুড়িয়ায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রাজশ্রী আইরন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কারখানাতে তল্লাশি চলছে। যার ফলে কাঁচামাল নিয়ে আসা ট্রাকগুলোকে দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হচ্ছে। বিপাকে পড়েছেন চালক ও খালাসিরা।

New Update
jamuria raid .jpg

নিজস্ব সংবাদদাতা: জামুড়িয়ায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড। বুধবার ভোর ৫:৪০ নাগাদ জামুড়িয়া শিল্পাতালুকের ইকরা এলাকায় রাজশ্রী আইরন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে আয়কর দফতর অভিযান চালায়। সূত্রের খবর, চারটি গাড়িতে এক ডজনরও বেশি আয়কর আধিকারিক এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। যার ফলে বুধবার থেকে ফ্যাক্টরির গেটের বাইরে লরি দাঁড়িয়ে রয়েছে।  দীর্ঘ অপেক্ষার জেরে লরির চালক ও খালাসিদের মধ্যে ক্ষোভের সৃষ্টিহয়েচে।। জানা গিয়েছে, এই কারখানার মালিক মহেন্দ্র শর্মা। কারখানার কাঁচামাল নিয়ে আসা লরির চালক তন্ময় বাবু জানান,  বুধবার থেকে তাঁরা লরি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কারখানার কর্তৃপক্ষ তাঁদেরকে পানীয় জল পর্যন্ত নিতে দিচ্ছে না। যার ফলে তাঁরা গতকাল থেকে তীব্র জলকষ্টে ভুগছেন। তিনি আরও জানান কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন।