New Update
/anm-bengali/media/media_files/VRGL9r58fvYN8C9I5yf6.jpg)
নিজস্ব সংবাদদাতা: কুলতলীতে ছড়াল বাঘের আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় একটি জন্তুর পায়ের ছাপ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা পৌঁছান। সুন্দরবন জঙ্গল থেকে বাঘ নদী পেরিয়ে পার্শ্বর্বর্তী জঙ্গলে এসেছিল না কি অন্য কোনও জন্তুর পায়ের ছাপ তা খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us