ব্যক্তিগত আক্রোশ থেকে খুন! সিপিএম নেতার পুলিশি হেফাজতের নির্দেশ

জয়নগরে তৃণমূল নেতা খুনে পুলিশ সিপিএম নেতা আনিসুর রহমান সহ তিন জনকে গ্রেফতার করেছে। তারমধ্যে দুই জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যক্তিগত আক্রোশ থেকে ওই নেতাকে খুন করা হয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
tmc murder .jpg

নিজস্ব সংবাদদাতা: জয়নগরে তৃণমূল নেতা খুনে ধৃত দুই জনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। খুনের ৭২ ঘণ্টা পরে সিপিএম নেতা আনিসুর লস্কর সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করে মোবাইল টাওয়ারের লোকেশনের সাহায্য নিয়ে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা থেকে  খুন করা হয়েছে। 

প্রসঙ্গত, সোমবার সকালে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর বাড়ি থেকে বেরিয়েছিলেন মসজিদে নামাজ পড়তে যাবেন বলে। নামাজ পড়তে যাওয়ার আগেই রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।