/anm-bengali/media/media_files/wAPG6oOhudL40OFUosNu.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবারই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পাহাড়ে বনধ ডাকেন চা শ্রমিকরা। ২০ শতাংশ বোনাসের দাবিতে বনধ ডাকেন চা শ্রমিকরা। এবার সেই চা শ্রমিকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের বনধে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/XspBdwMcqN5gRWrq6pK4.jpg)
সোমবার দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশে রহনা দেন। তিনি পাহাড়ে বনধ নিয়ে বলেন, ‘আমি কোনও বনধকে সমর্থন করি না। ওদের যা সমস্যা তা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চলছে। বৈঠকে সমস্যার সমাধান করা হবে।’ এপ্রসঙ্গে বনধ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের সমস্যার বিষয়ে আমি কোনও হস্তক্ষেপ করছি না। লেখার কমিশন বিষয়টি দেখছে। কেউ কেউ এটাকে নিয়ে রাজনীতি চেষ্টা করছে। অশান্তি পাকানোর চেষ্টা করছে।’
২০ শতাংশ বোনাসের দাবিতে পাহাড়ের চা শ্রমিকরা বনধ ডেকেছেন। কার্শিয়াংয়ে পুলিশ সেই বনধ তুলে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। অন্যদিকে, শ্রমিকরা জানিয়েছেন, তড়াই ও ডুয়ার্সে ২০ শতাংশ বোনাস পাচ্ছেন চা শ্রমিকরা। কিন্তু তাঁদের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না কেন।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us