হতবাক গ্রামবাসীরা! গুদামঘর থেকে উদ্ধার কিশোরের দেহ

কালনার রংপাড়া গ্রামের একটি গুদাম ঘর থেকে এক কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই কিশোরকে এভাবে খুন করে কে গুদামঘরে রাখতে পারে, সেই নিয়ে গ্রামবাসীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
20 Nov 2023 আপডেট করা হয়েছে 21 Nov 2023
dead body .jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বর্ধমানের কালনায় একটি গুদামঘর থেকে বস্তাবন্দি কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে। কালনার রংপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। কিশোরের দেহ উদ্ধারের পরেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়। উপস্থিত হয় পুলিশ। জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রকি হালদার।বয়স মাত্র ১৭ বছর। ধান সেদ্ধ হয় এমন একটা স্টিমের গুদামঘর থেকে কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।