নিজস্ব সংবাদদাতা: নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, "শেখ শাহজাহান গর্তে লুকিয়ে আছেন। আজ NIA পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে ১৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে। একটি রাম নবমী মিছিলে হামলা চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী ইতিমধ্যেই জেলে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাগ্নে সহ একাধিক অপরাধ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত। আরও অনেকে পালানোর অপেক্ষায় রয়েছেন।"