রাস্তায় বসে পড়ল বিক্ষোভকারীরা! ২৫ মিনিট বন্ধ যান চলাচল, ধর্মঘট ঘিরে চরম উত্তেজনা বড়জোড়ায়

ধর্মঘটকে কেন্দ্র করে বাঁকুড়ায় উত্তেজনা ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার বড়জোড়ায় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে আজ সকাল থেকেই জোরালো বিক্ষোভ ও রাস্তায় অবরোধে উত্তাল হয়ে ওঠে এলাকা। ধর্মঘটীদের মূল দাবি ছিল শ্রম কোড বাতিল, সমকাজে সমবেতন সহ একাধিক শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট দাবি।

সকাল হতেই বড়জোড়া বাজার এলাকায় মিছিল করে হাজির হন ধর্মঘটকারীরা। এরপর বড়জোড়া চৌরাস্তা মোড়ে বসে পড়ে অবরোধে। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই অবরোধের জেরে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে প্রায় ২৫ মিনিট ধরে সম্পূর্ণভাবে থমকে যায় যান চলাচল। অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী, সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম ভোগান্তি।

bankura

অবশেষে বড়জোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ধর্মঘটীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থকে বেপরোয়াভাবে উপেক্ষা করছে। যতদিন না শ্রম কোড বাতিল হচ্ছে ও ন্যায্য দাবি মানা হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।