/anm-bengali/media/media_files/1000066632.webp)
নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক ভয়ঙ্কর ঘটনায় রক্তাক্ত হলেন এক শিক্ষক। সোমবার সকালে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক গোকুলচন্দ্র মুড়া। হঠাৎই অতর্কিত আক্রমণ চালায় প্রতিবেশী যুবক নন্দ মুড়া, যে আগেই জেল খেটেছে। হাতে থাকা ধারালো কাটারির আঘাতে গোকুলবাবুর শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় ডান হাতের পাঞ্জা। ঘটনাটি ঘটতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আহত অবস্থায় গোকুলবাবুকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসকেরা জানিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vwyaVksfh2cSdpAlq0oZ.jpg)
স্থানীয় সূত্রে জানা যায়, গোকুলবাবু একজন শান্ত, সৎ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। তবে তাঁর সঙ্গে অভিযুক্ত নন্দ মুড়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। চার বছর আগে রহস্যজনকভাবে গোকুলবাবুর নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় গোকুলবাবু অভিযোগ করেছিলেন, পাড়ার ছেলে নন্দই তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার পেছনে জড়িত। সেই অভিযোগের ভিত্তিতে ভগবানপুর থানায় তদন্তও হয়েছিল।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পুরনো আক্রোশ থেকেই এই ভয়ঙ্কর হামলা। তবে সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটির পর থেকেই নন্দ মুড়া পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে, রক্তাক্ত ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গ্রাম। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ—এলাকার অপরাধীদের দমন না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us