New Update
/anm-bengali/media/media_files/hVfsiPSYAeRHDpI7Dg2c.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের একবার বামপন্থীদের একহাত নিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, "পরম বামপীর সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা প্রেস ক্লাবে বলেছেন, সংবিধান ও ধর্মনিরপেক্ষ পরক্ষার্থের জন্য লড়াই করবেন। তা বেশ। কিন্তু পরঞ্জয়, আপনার গুহঠাকুরতা পদবী যে সাক্ষ্য দেয় আপনার পরিবারের আদিনিবাস বরিশালের বানারীপাড়া! আগমার্কা বামপী ও ধর্মপ্রেক্ষক হিসাবে সেখানে আপনাকে স্থানীয়ভাবে খাটি করে তো? আপনার বসতবাটি ঠিকঠাক আছে তো?"
পরম বামপন্থী সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা কলকাতার প্রেস ক্লাবে ঘোষণা করেছেন, তাঁরা নাকি সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য লড়াই করবেন। তা বেশ।
— Tathagata Roy (@tathagata2) January 17, 2024
কিন্তু পরঞ্জয়, আপনার গুহঠাকুরতা পদবী যে সাক্ষ্য দেয় আপনার পরিবারের আদিনিবাস বরিশালের বানরীপাড়া গ্রামে!সেখানে মাঝে মাঝে বেড়াতে যান…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us