New Update
/anm-bengali/media/media_files/2025/10/22/whatsapp-i-2025-10-22-16-52-48.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তমলুকের পুজো মানেই শিল্প, ভাবনা আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধন। এবছর সেই ঐতিহ্যের পথেই পা বাড়িয়েছে তমলুকের বিদ্রোহী সংঘ। পুজো এবার ৪৩ তম বর্ষে পদার্পণ করেছে, আর থিমের নাম শুনেই চমক — ‘লালসা’!
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/22/tamluk-kalipuja-2025-10-22-14-10-10.png)
পুজোর আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, এবছর পুজোর মোট বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। সেই অনুযায়ী সাজানো হচ্ছে প্যান্ডেল থেকে প্রতিমা, আলো থেকে শিল্পের প্রতিটি ছোঁয়া। পুজোর মাঠজুড়ে এখন কর্মব্যস্ততা তুঙ্গে। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন কৌতূহলী দর্শনার্থীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us