পাহাড়ের কোলে মন্দির! তমলুকের ফাইভ স্টার ক্লাবের ৫০ লক্ষ টাকার পুজোয় থিমে চমক

তমলুকের ফাইভস্টার কালী পুজোর থিমে একাধিক চমক।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-22 at 3.05.51 PM

নিজস্ব সংবাদদাতা: তমলুকের কালীপুজো মানেই থিমে নতুনত্ব, আলোয় জাঁকজমক আর শিল্পে বিস্ময়। সেই ধারাই বজায় রেখে এবছর তমলুকের ফাইভ স্টার ক্লাব পা দিল ৫১ তম বর্ষে। এবারের ভাবনা — ‘পাহাড়ের কোলে মন্দির’।

এই অনন্য থিমের পেছনে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা, যিনি এর আগে রাজ্যজুড়ে থিমপুজোয় নজর কেড়েছেন। উদ্যোক্তাদের দাবি, এবারের পুজোর বাজেট ছাড়িয়েছে ৫০ লক্ষ টাকা, যা স্থানীয় পুজোগুলির মধ্যে অন্যতম বৃহৎ।

Tamluk kalipuja aa

ক্লাব সূত্রে জানা গিয়েছে, পাহাড়, গুহা ও মন্দিরের বাস্তব পরিবেশ ফুটিয়ে তুলতে প্যান্ডেলে ব্যবহৃত হচ্ছে বিশেষ ফাইবার, কাঠ, ও আর্ট পেপারের সংমিশ্রণ। দর্শক যেন সত্যিই কোনও হিমালয় উপত্যকার মন্দিরে পা রেখেছেন — সেই অনুভূতি তৈরি করাই শিল্পীদের লক্ষ্য।

শুধু প্যান্ডেল নয়, থিমের সঙ্গে মিল রেখে উদ্যোক্তারা আয়োজন করেছেন কালী ও অঘোরী সেজে বিশেষ নৃত্য প্রদর্শনেরও। এই নৃত্যের মাধ্যমে থিমের আধ্যাত্মিক দিক আরও উজ্জ্বল করে তোলা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই বলছেন, “ফাইভ স্টার ক্লাবের পুজো মানেই কিছু আলাদা। এবছরের থিম শুনেই উত্তেজনা চরমে।”

তমলুকের সাংস্কৃতিক পরিমণ্ডলে এবারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পুজো। সন্ধ্যা নামতেই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ, প্রত্যেকে একনজর দেখতে চাইছেন সেই ‘পাহাড়ের কোলে মন্দির’।