/anm-bengali/media/media_files/2025/08/01/whatsapp-2025-08-01-16-37-27.jpeg)
নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবস ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন এক অভিনব উদ্যোগ নিয়েছে। গোটা রেল বিভাগ জুড়ে শুরু হয়েছে ব্যাপক "স্বচ্ছতা অভিযান", যার মূল লক্ষ্য রেল চত্বর, অফিস, ও আবাসন এলাকা জুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া। এই মহৎ কর্মসূচির সূচনা হয় আজ, এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে।
সকালে খড়গপুরের সেরসা স্টেডিয়াম থেকে এই প্রভাত ফেরির সূচনা করেন খড়গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী ললিত মোহন পাণ্ডে। “স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত” বার্তা নিয়ে শুরু হওয়া এই র্যালিতে তাঁর সঙ্গে পা মেলান অপারেশনস ও ইনফ্রাস্ট্রাকচারের অতিরিক্ত বিভাগীয় রেলপ্রশাসক (ADRM), সমস্ত শাখা আধিকারিক ও রেলকর্মীরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/whats-2025-08-01-16-38-53.jpeg)
র্যালিটি রেল কলোনি ঘুরে খড়গপুর স্টেশনের সার্কুলেটিং এরিয়ায় পৌঁছে শেষ হয়। সেখানে রেলকর্মীদের একটি নুক্কড় নাটকের আয়োজন করা হয়, যার মাধ্যমে তুলে ধরা হয় স্টেশন ও রেল এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয়তা। নাটকের মাধ্যমে মনের গভীরে গিয়ে পৌঁছায় পরিচ্ছন্নতা রক্ষার বার্তা।
স্টেশনে দাঁড়িয়ে DRM খড়গপুর এক বিশেষ ‘স্বচ্ছতা শপথ’ পাঠ করান, যেখানে সকল অংশগ্রহণকারী শপথ নেন নিয়মিতভাবে নিজেদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার।
এই কর্মসূচি এখানেই থেমে থাকছে না। আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই স্বচ্ছতা অভিযান। এর অন্তর্গত প্রতিটি রেল স্টেশন, কার্যালয়, কলোনি, ওয়ার্কশপ এবং অন্যান্য রেল সংস্থাগুলিতে গৃহীত হবে পরিচ্ছন্নতা বজায় রাখার একাধিক কর্মসূচি। উদ্দেশ্য একটাই—রেল এলাকায় দৃশ্যমান ও স্থায়ী পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us