/anm-bengali/media/media_files/47ZLIZMZ0bM4FnfaPdtK.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের একবার বাংলার পুলিশকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "মমতা পুলিশের ঘৃণ্য তাঁবেদারি আবারো জনসমক্ষে প্রকাশ পেয়েছে আজ ঢাকুরিয়ায়। ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণ কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে পুলিশ কর্মীরা তৃণমূলের দুষ্কৃতীদের সাথে নিয়ে বিজেপির কার্যকর্তা শ্রী স্নেহাশীষ দত্ত, শ্রী জগবীর সিং এবং শ্রী সমীর নাথ সহ অন্যান্যদের নিগ্রহ করেছে। ভোটের প্রচারের সময় পুলিশের এমন ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা করি। কলকাতা পুলিশের সিপি বিনীত কুমার গোয়েল মহাশয়কে আমি আশ্বস্ত করতে চাই যে পক্ষপাতদুষ্ট পুলিশও এবার তৃণমূলকে জেতাতে পারবে না। জনগণ বিজেপির পাশে রয়েছেন, নিশ্চিন্তে থাকুন আগামী ৪ জুন, ২০২৪ সব হিসাব-নিকাশ পরিষ্কার হয়ে যাবে। এভাবে বিজেপিকে আটকাতে পারবেন না, তা সে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীই হোক অথবা মমতা পুলিশ।"
মমতা পুলিশের ঘৃণ্য তাঁবেদারি আবারো জনসমক্ষে প্রকাশ পেয়েছে আজ ঢাকুরিয়ায়।
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 29, 2024
ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণ কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে পুলিশ কর্মীরা তৃণমূলের দুষ্কৃতীদের সাথে নিয়ে বিজেপির কার্যকর্তা শ্রী স্নেহাশীষ দত্ত, শ্রী জগবীর সিং এবং শ্রী সমীর নাথ… pic.twitter.com/2bh8UEh1ea
/anm-bengali/media/media_files/cuMcz9DjGQsc2ocOi3JA.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us