New Update
/anm-bengali/media/media_files/R9ySuAGkx6jL9KNfeNfK.jpg)
নিজস্ব সংবাদদাতা: তীব্র ভাষায় মমতা সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করে বলেন, "মহিলা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতার নেতৃত্বে ৫০০ টাকার বিনিময়ে বাংলার হিন্দু মহিলাদের সম্মান বিক্রি করছে তৃণমূলের ধর্ষকরা। এই পাশবিক অত্যাচারের কথা শুনেও কিভাবে চুপ থাকতে পারে একজন মহিলা মুখ্যমন্ত্রী? "
মহিলা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতার নেতৃত্বে ৫০০ টাকার বিনিময়ে বাংলার হিন্দু মহিলাদের সম্মান বিক্রি করছে তৃণমূলের ধর্ষকরা। এই পাশবিক অত্যাচারের কথা শুনেও কিভাবে চুপ থাকতে পারে একজন মহিলা মুখ্যমন্ত্রী? #500TakaiBikriMohilaSomman
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 10, 2024
pic.twitter.com/tVAV5EWPPD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us